কি ভাবে দক্ষ একজন প্রোগ্রামার হতে পারব?
- প্রচুর সময় দিতে হবে।
- প্রচুর প্রাক্টিস করতে হবে।
- হতাশ হাওয়া যাবে না।
- যে প্রোগ্রামিং শিখবেন সেই প্রোগ্রাম বার বার IDE তে প্রক্টিস করবেন এবং রান করে দেখবেন।
- আপনি যদি ইউটিউব থেকে প্রোগ্রামিং শিখে থাকেন সে ক্ষেত্রে ,ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন, খাতাই নোট করবেন এবং প্রাক্টিস করবেন,প্রয়োজনে বার বার একি ভিডিও দেখবেন।
- লাস্ট ৫ থেকে ৬ মাস আপনি এর পিছনে এক ভাবে লেগেই থাকবেন, দেখবেন এক সময় এই কাজটি করতে আপনার বেশি ভালো লাগে।
- প্রতিদিন ২-৫ ঘন্টা সময় দিতে হবে।
- যে কোন সমস্যার জন্য google মামা কে জিজ্ঞাসা করতে হবে । তাছাড়া youtube তো আছেই।
এই পোষ্ট টি যদি আপনার ভালো লেগে থাকে তা হলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন নিচে আমার চ্যানেলের লিংক দেওয়া আছে।।
Youtube Channel
বিদ্রঃ আমি প্রফেশনাল কোন প্রোগ্রামার নয় ,
No comments