বাংলালিংক সিমে ১ জিবি ফ্রি ইন্টারনেট নিয়ে নিন কোন প্রকার টাকা ছাড়ায় | | 1 gb free internet
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি । আর ভালো না থাকলে আজ লিখতে বসতাম না । আমরা তো সবাই ঘরে থাকতে থাকতে বরিং হয়ে গিছি । তো আজ এক্টু বরিং টা কে এক্টু আনান্দে পরিবর্তন করি । বাংলালিংক সিমে এক জিবি ফ্রি ইন্টার নেট দিচ্ছে ।অনেকে জানে আবার অনেকে জানে না । যারা জানে না তাদের জন্য এই পোষ্ট তো চলুন শুরু করা যাক।
১ জিবি ফ্রি ইন্টারনেট নিতে হলে প্রথমে কিছু নিয়ম ফ্লো করতে হবে । প্রথমত আপনার সিমের বয়স বেশি হলে নাও পেতে পারেন তবে চেষ্টা করে দেখতে পারেন ৪-৭ মাস বা তার বেশি বা তার কম। হলেই হবে। দ্বিতীয়ত এই অফার টি এর আগে নিলে আর পাবেন না । তবে চেষ্টা করে দেখতে পারেন।
এবার আসি কি ভাবে অফারটি নিবেন প্রথমে আপনার মোবাইলে এর ডায়াল প্যাড টি ওপেন করুন। এবার *5000*521# ডায়াল করে বাংলালিংক সিমে কল করুন । এবার যদি অফার টি আপনার জন্য থাকে তা হলে সাকসেস ফুল দেখাবে এবং একটা এস এম এস আসবে সেখানে লেখা থাকবে ২৪ ঘন্টার মধ্যে আপনি ১ জিবি পেয়ে যাবেন ,
তো আজকের পোষ্ট এখানেই শেষ করছি । আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তা হলে নিচের লিংক থেকে অথবা এই লিংক থেকে আমার Personal Website ভিজিট করে আমার সাথে যোগাযগ করতে পারেন (ধন্যবাদ)
No comments