/*------add (start)----------*/ /*------add (end)----------*/

জর্ম্ম নিবন্ধন কার্ড অরজিনাল নাকি ফেক দেখে নিন । how to check birth certificate original or fake

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি । আজ আমি খুবি গুরুত্বপর্ন একটি বিষয় নিয়ে এই পোষ্টে আলোচনা করতে যাচ্ছি । এই বিষয় টি সবার জানা উচিত আমি মনে করি।
আজকের এই পোষ্টে আমরা দেখবে কি ভাবে একটি জর্ম্ম নিবন্ধন কার্ড অরজিনাল নাকি ফেক চেক করতে হয় কিভাবে । আর যদি ফেক হয়ে থাকে তা হলে কি ভাবে ঠিক করব এই সকল বিষয় নিয়ে আলোচনা করব । আর যদি এই পোষ্ট পোড়ে বুঝতে কষ্ট হয় তা হলে এই বিষয়ের উপরে আমাদের চ্যানেলে একটি ভিডিও পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করে ভিডিও টি দেখে নিতে পারেন । ইনশাআল্লাহ উপকারে আসবে আশা করি তো চুলুন আমরা কাজে ফিরি।

জর্ম্ম নিবন্ধন অরজিনাল কি না চেক করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে.
নিচের মত দেখতে পারবেন।

এই পর ছবিতে arrow তে দেখানো যাইগা গুলে ফ্লাপ করতে হবে । মানে প্রথম ঘরে আপনার জর্ম্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তার পর । জর্ম্ম তারিখ দিতে হবে । এবং সব শেষ ঘরে ক্যাপসা ফ্লাপ করে search এ ক্লিক করতে হবে ।
যদি নিচের  ছবির মত কিছু একটা দেখতে পান তা হলে বুঝবেন আপনার জর্ম্ম নিবন্ধন কার্ড অরজিনাল । আর জনি কোন ইনফোর্মেশন না আসে । তা হলে বুঝবেন আপনার কার্ড টি অরজিনাল নয়। 
আপনাকে পরিষদ বা পৌরসভাই গিয়ে আপনার কার্ড টি ঠিক করতে হবে ।


আশা করি বুঝতে পেরেছেন । আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.