অনলাইন থেকে আয় করার উপায় | How to earn online
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি আল্লহর রহমতে ভালো আছেন ।👍👍
এখন প্রায় সব কিছুই অনলাইন মুখি হয়ে গেছে। বিজনেস থেকে শুরু করে পড়াশোনা শপিং সব কিছুই অনালিন মুখি হয়ে গেছে।
প্রতিদিন অনেকে অনলাইন থেকে ফ্রিলান্সিং করে হাজার হাজার ডোলার ইনকাম করছে । আপনি ও চাইলে । অনলাইন থেকে আয় করতে পারেন । কিন্তু একটা শর্ত আছে । শর্তটি হলো আপনার কাজ জানতে হবে। কাজ না জানলে আপনি কোন জাইগা থেকে আয় করতে পারবেন না। থার্ডপার্টি ওয়েব সাইট apps এ সময় নষ্ট না করে/ একটি প্রফেশনাল কাজ শিখে । মার্কেটপ্লেসে কাজ করুণ তা হলে ভবিষতে কিছু একটা করতে পারবেন ।
আপনি কাজ না শিখে স্বপ্ন দেখলে হবে না। কাজ জানলে টাকার পিছনে আপনার ছোটা লাগবে না । টাকা আপনার পিছে ছুটবে । তাই আজ থেকে এখনি কাজের উপর ঝাপিয়ে পড়ুন ।
আপনি বিভিন্ন ধরনের কাজ শিখতে পারেন । যেমন Computer & IT. Accounting & Finance. Administrative. Project Management. Customer Service. Healthcare. Writing & Editing. Education & Training.,web design, software development সহ আরো অনেক কাজ আছে ।
এখন আপনার কোন কাজ টি করতে ভালো লাগে সেটি আপনি ডিসাইড করবেন । কারন কাজ কারোর উপর যর করে চাপাই দেওয়া যায় না। তাই আপনার কাজ আপনার ডিসাইড করতে হবে । তা হলে আপনি সফল এর পথে আগাবেন ।
কি কাজ শিখবেন সেটি ডিসাইড করা হয়ে গেলে। এবার আপনি কাজ শেখার পিছনে সময় ব্যয় করবে। কাজ ভালো ভাবে না শিখে মার্কেটপ্লেসে আসলে আপনি হতাশ হবে। তাই অব্যশই অবিজ্ঞতা এবং কাজ কে প্রাধান্য দিন । তা হলে জীবনে কিছু একটা করতে পারবেন ইনশাআল্লাহ।
এবার আপনি যদি মনে করেন আমি বেশ অভিজ্ঞ হয়ে গেছি তা হলে আপনি মার্কেট প্লেসে এসে কাজ খুজতে থাকুন আশা করি আল্লাহ সহায় হলে আপনি কাজ পাবেন এবং ভবিষ্যৎ উন্নত হবে।
No comments